ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
মূল পাসপোর্ট সর্বনিম্ন ৬ মাস মেয়াদ থাকতে হবে ও অন্তত দুটি সাদা পাতা থাকতে হবে ছবি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে ও তিন মাসের বেশি পুরনো নয় জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধনের কপি
ইউটিলিটি বিল বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল অথবা পানির বিল অথবা টেলিফোন বিল ইত্যাদি
ব্যাংক স্টেটমেন্ট অথবা বৈদেশিক মুদ্রার এন্ডোসমেন্ট ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড ব্যাংক স্টেটমেন্ট সর্বনিম্ন তিন মাসের হতে হবে ও সর্বনিম্ন ১৫০ ডলার সম পরিমাণ হতে হবে
পেশার প্রমাণ পত্র চাকরি হলে এনওসি, ব্যবসা হলে ট্রেড লাইসেন্স, ছাত্র হলে স্টুডেন্ট আইডি, ইত্যাদি
বিএফএস এম্বাসির এপয়েন্টমেন্ট যে দেশে যাবেন সে দেশের অ্যাপ্রুভাল লেটার যা ওয়ার্ক পারমিট পেপার নামে পরিচিত সাধারণত ডাবল এন্ট্রি ভিসা তিন মাসের হয়ে থাকে ৩ মাসের মধ্যে দুবার ইন্ডিয়া ঢুকতে
পারবেন
সকল পুরাতন পাসপোর্ট অবশ্যই জমা দিতে হবে